বিভ্রান্তিকর কথা বলে কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে টালবাহানা করছে: মির্জা আব্বাস

ডেইলি স্টার প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৯

বিভ্রান্তিকর কথা বলে কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে টালবাহানা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।


আজ শুক্রবার সকালে নয়াপল্টনে মহানগর দক্ষিণ বিএনপির এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


মির্জা আব্বাস বলেন, 'নির্বাচন নিয়ে কথা বলছেন… কখনো বলেন যাবেন না, কখনো বলেন যাবেন…কখনো বলেন এটা হলে যাব, কখনো বলেন ওটা হলে যাব।'


'আপনাদের ভুল সিদ্ধান্তের কারণে ২০০৮ সালে বিএনপি ও আমাদের জোট নির্বাচনে গিয়েছিল। তার ফলশ্রুতিতে বাংলাদেশের অনেক নামী-দামী, অনেক বিখ্যাত-প্রখ্যাত মানুষকে প্রাণ দিতে হয়েছে ফাঁসির কাষ্ঠে। ওই রকম ভুল আর করবেন না দয়া করে। একটি ভুল লাখো মানুষের জীবন কেড়ে নিতে পারে,' বলেন তিনি।


বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, 'নির্বাচন নিয়ে কোনো টানবাহানা করবেন না। এটা আমি সরকারকে বলছি না, আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে কথা বলছেন। এই সরকারকে অস্বস্তিকর অবস্থায় ফেলে দিচ্ছেন।'


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও