![](https://media.priyo.com/img/500x/https://static.bonikbarta.com/original_images/28_UVdEVdf.jpg)
আবারো বড় পর্দায় ‘আন্দাজ আপনা আপনা’
বণিক বার্তা
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৭
রাজকুমার সন্তোষী পরিচালিত সিনেমা আন্দাজ আপনা আপনা। সিনেমাটিতে অভিনয় করেছেন সালমান খান, আমির খান, কারিশমা কাপুর, রাভিনা ট্যান্ডন, পরেশ রাওয়াল প্রমুখ। ১৯৯৪ সালে মুক্তি পায় সিনেমাটি। ৩১ বছর পর আবারো বড় পর্দায় আসছে এ সিনেমা। ২৭ মার্চ থিয়েটারে মুক্তি পাবে এটি। এবার দর্শক ফোরকে ভিডিও ও ৫.১ ডলবি সাউন্ড কোয়ালিটি পাবেন।