![](https://media.priyo.com/img/500x/https://media.prothomalo.com/prothomalo-bangla%2F2025-02-14%2Fbkv48y5z%2FFBL-SOUTHAM-U20-BRA-ARG-022823.jpg?rect=0%2C0%2C3540%2C2360&w=622&auto=format%2Ccompress&fmt=avif)
অমীমাংসিত আর্জেন্টিনা–ব্রাজিল লড়াই, শেষ ম্যাচেই শিরোপা নির্ধারণ
প্রথম আলো
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৭
জিতলেই শিরোপা—এমন সমীকরণ নিয়ে আজ সকালে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। গ্রুপ পর্বে ব্রাজিলকে ৬–০ গোলে হারানোয় এই ম্যাচে ফেবারিট ভাবা হচ্ছিল আর্জেন্টিনাকেই।
তবে ব্রাজিলের জন্য এই ম্যাচটা ছিল প্রতিশোধের। যদিও শেষ পর্যন্ত সেই সুযোগ কাজে লাগাতে পারেনি প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার বিপক্ষে চেষ্টা করেও জিততে পারেনি তারা।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল
- ব্রাজিল-আর্জেন্টিনা