![](https://media.priyo.com/img/500x/https://media.prothomalo.com/prothomalo-bangla%2F2024-03%2F43910f67-3670-4122-8cdf-ab7df5ea24b8%2Fprothomalo_bangla_2022_12_29ac5f95_daa2_4ab4_b115_a1261261ce8b_ae27a2672379c438f9c5c1eb8588d5d1_5d36.webp?rect=19%2C0%2C254%2C169&w=622&auto=format%2Ccompress&fmt=avif)
বগুড়ায় বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে হাতাহাতি, আহত ৬
প্রথম আলো
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৭
বগুড়ার ধুনটে বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে কথা–কাটাকাটির জেরে বরপক্ষের হামলায় কনেপক্ষের ছয়জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামে বরের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন কাহালুর জামগ্রামের সুলতানা খাতুন (৩০), আবু হোসাইন (২৬), সুমন মিয়া (২৫), মানতাসা খাতুন (২৪), শাহজাহান আলী (৪৫) ও এলিনা খাতুন (৪২)।
আহত ব্যক্তিদের মধ্যে সুলতানা ও আবু হোসাইনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় কনের মামা বাদী হয়ে বরপক্ষের চারজনের বিরুদ্ধে ধুনট থানায় অভিযোগ করেছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বিয়ে বাড়ি
- হামলায় আহত