You have reached your daily news limit

Please log in to continue


মিয়ানমারের স্ক্যাম সেন্টার থেকে মুক্ত বাংলাদেশিসহ কয়েক শ বিদেশি

মিয়ানমারের কারেন রাজ্যে টেলিকম প্রতারণা কেন্দ্রে কাজ করা ২০টি দেশের আড়াই শতাধিক মানুষকে মুক্ত করে থাইল্যান্ডে নিয়ে গেছে একটি জাতিগত সশস্ত্র গোষ্ঠী। মুক্তি পাওয়া বিদেশিদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকৃতদের মধ্যে অর্ধেকের বেশি আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। থাই সেনাবাহিনী তাদের গ্রহণ করেছেন এবং তাঁরা মানব পাচারের শিকার হয়েছেন কি না, তা যাচাই করা হচ্ছে।

এর আগে গত সপ্তাহে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংতার্ন সিনাওয়াত্রা চীনের নেতা সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রতিশ্রুতি দিয়েছিলেন—থাই-মিয়ানমার সীমান্তে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া প্রতারণা কেন্দ্রগুলো বন্ধ করা হবে। পরে তাঁর সরকার সীমান্তের থাই অংশ থেকে প্রতারণা কেন্দ্রগুলোর বিদ্যুৎ ও জ্বালানির সরবরাহ বন্ধ করে দেয়। এ ছাড়া ব্যাংকিং ও ভিসার নিয়মও কঠোর করে যেন প্রতারকেরা থাইল্যান্ডকে ট্রানজিট দেশ হিসেবে ব্যবহার করতে না পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন