ছাত্র-জনতার আন্দোলন শুরু হওয়ায় গত বছরের মাঝামাঝি থমকে গিয়েছিল দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। জুলাই ও আগস্ট মাসে মুক্তি পেয়েছিল মাত্র দুটি সিনেমা। দেশের সার্বিক অবস্থা বিবেচনায় সেপ্টেম্বরে আলোর মুখ দেখেনি কোনো সিনেমা। অক্টোবর থেকে হলে সিনেমা মুক্তি দেওয়া শুরু করেন প্রযোজক-পরিচালকেরা। বছরের শেষ তিন মাসে ১৮টি সিনেমা মুক্তি দেওয়া হয়। তবে এই তালিকায় সাম্প্রতিক সময়ে নির্মিত সিনেমার চেয়ে দীর্ঘদিন আটকে থাকা সিনেমাই ছিল বেশি। নতুন বছরেও দেখা যাচ্ছে একই চিত্র।
আটকে থাকা সিনেমার আধিক্য
বছরের প্রথম মাসে মুক্তি পেয়েছে চারটি সিনেমা। এগুলোর মধ্যে রয়েছে ‘মেকআপ’ ও ‘রিকশা গার্ল’। চার বছর সেন্সর বোর্ডে নিষিদ্ধ থাকার পর ১০ জানুয়ারি মুক্তি পায় অনন্য মামুনের মেকআপ। প্রেক্ষাগৃহে মুক্তি না পেলেও ২০২১ সালের মার্চে ওটিটি প্ল্যাটফর্ম আইথিয়েটারে মুক্তি দেওয়া হয় সিনেমাটি।
২৪ জানুয়ারি মুক্তি পাওয়া রিকশা গার্ল সিনেমারও একই হাল। করোনা ও বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের কারণে এত দিন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া যায়নি অমিতাভ রেজা চৌধুরীর সিনেমাটি। ২০২০ সালে মুক্তির কথা থাকলেও পাঁচ বছর পর দেশের দর্শক সুযোগ পায় রিকশা গার্ল দেখার।