![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/salma-20250213214230.jpg)
আসছে নতুন দুই গান, ব্যস্ততায় মুখরিত সালমা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৫
কয়েকদনি আগেই দেশের গুণি সংগীতশিল্পী আগুনের সাথে দ্বৈত কণ্ঠে গেয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা সালমা। গানটি শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এবার ভালোবাসা দিবস উপলক্ষ্যে নতুন দুটি গান নিয়ে হাজির হচ্ছেন এই গায়িকা।
এরমধ্যে একটি গান ইউটিউবে প্রকাশিত হয়েছে। এ গানের শিরোনাম ‘জাদুরে মধুরে’। গানের কথা লিখেছেন আশিক মাহমুদ, সুর সংগীত করেছেন আকাশ মাহমুদ। এতে সালমার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন আকাশ মাহমুদ।
আরেক গানের শিরোনাম ‘কী মন্ত্রণা জানেরে’। এই গানটি এখনো প্রকাশ হয়নি। সালমা জানান, দ্রুতই গানটি প্রকাশ হবে।
সালমা বলেন, ‘আশিক মাহমুদের লেখা এবং আকাশ মাহমুদের সুর সংগীতে ‘জাদুরে মধুরে’ গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। এ গানের কথা ও সুর সত্যিই অন্যরকম। ভালোবাসা দিবসের জন্য পারফেক্ট গান। আশা করছি শ্রোতারা এটি উপভোগ করবেন।’
- ট্যাগ:
- বিনোদন
- ভালোবাসা দিবস
- নতুন গান
- সালমা আক্তার