‘খাকি ২’ নামের হিন্দি ওয়েব সিরিজের হাত ধরে প্রথমবারের একসঙ্গে পর্দায় আসছেন পশ্চিমবঙ্গের দুই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জিতেন্দ্র মদনানী জিৎ।
হিন্দি সিরিজে দুই বাঙালি অভিনেতা কী কী করতে চলছেন তা নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন ঢাকা-কলকাতা দুই শহরের দর্শকরা।
সম্প্রতি ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজের টিজার প্রকাশ করেছে নেটফ্লিক্স ইন্ডিয়া। সোশাল মিডিয়ায় আসা ওই টিজার নিয়ে আগ্রহ দেখা গেছে দুই বাংলার দর্শকদের মধ্যে। বাংলাদেশ থেকে ইউটিউবের মুভিজ বিভাগের ট্রেন্ডিংয়েও ওপরের দিকে আছে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’।