টিসিবির লাইনে চার দিন দাঁড়িয়েও পণ্য পাননি নাসিমা

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩২

রাজধানীর বিজয়নগরের একটি প্রতিষ্ঠানে কাজ করেন মুগদা-মান্ডা এলাকার বাসিন্দা নাসিমা আক্তার। চার দিন ধরে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরছেন সরকারি সংস্থা টিসিবির ট্রাক থেকে সাশ্রয়ী মূল্যের পণ্য কিনতে। কিন্তু লাইনে দাঁড়িয়েও প্রতিবারই ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে তাঁকে।


আজ বৃহস্পতিবার দুপুরে নাসিমার সঙ্গে কথা হয় সেগুনবাগিচা বাজারের সামনে একটি টিসিবি পণ্যের ট্রাকের পাশে দাঁড়িয়ে। এ সময় তিনি বলেন, ‘গত সোমবার এই বাজারে দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কিছু কিনতে পারিনি। লাইন অনেক বড় ছিল। আমার সিরিয়াল আসার আগেই পণ্য শেষ। তার পর যখনই শুনেছি কোথাও টিসিবির পণ্য বিক্রি হচ্ছে, সেখানে ছুটে গেছি; কিন্তু গিয়ে হয় ট্রাক পাই নাই অথবা কিছু কিনতে পারি নাই। আজও এসে দেখি মানুষের দীর্ঘ লাইন। আজও কিনতে পারব না বুঝেই আর লাইনে দাঁড়াই নাই।’


নাসিমার সঙ্গে যখন এ প্রতিবেদকের কথা হচ্ছিল ততক্ষণে ১০০ প্যাকেজ পণ্য বিক্রি শেষ। বাকি ১০০ টির জন্য নারী এবং পুরুষের আলাদা লাইনে দাঁড়িয়েছিলেন আড়াই শর বেশি মানুষ। আর ট্রাকের আশপাশে হতাশ চেহারা নিয়ে দাঁড়িয়ে ছিলেন আরও শ খানেক মানুষ।


রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এমন শত শত নারী-পুরুষ দীর্ঘ সময় অপেক্ষা করেও পণ্য না পেয়ে ফিরে যাচ্ছেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়ার খবরও পাওয়া যাচ্ছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও