![](https://media.priyo.com/img/500x/https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/13/film-67ad6e7fabb23.jpg)
ঢাকাই সিনেমায় ফের অশনিসংকেত
ঢাকাই সিনেমা আশার বদলে যেন আরও নিরাশায় ডুবিয়ে দিচ্ছে। বছরের শুরুতেই বড় ধরনের ধাক্কা খেল সিনেমাশিল্প। নতুন বছর শুরুর দেড় মাসে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছয়টি সিনেমা। যার একটিও বাণিজ্যিকভাবে সাফল্য পায়নি।
সিনেমার দুর্দিনে এমন ব্যর্থতা সিনেমাশিল্পের জন্য ‘অশনিসংকেত’ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। চলতি বছরের জানুয়ারি মাসে মুক্তি পায় চারটি সিনেমা। ‘মধ্যবিত্ত’ (৩ জানুয়ারি), ‘মেকাপ’ (১০ জানুয়ারি), ‘কিশোর গ্যাং’ (১৭ জানুয়ারি), ‘রিকশা গার্ল’ (২৪ জানুয়ারি)। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মুক্তি পায় দুটি সিনেমা ‘বলী’ ও ‘দায়মুক্তি’। জানুয়ারির চার সিনেমার মধ্যে একটিও আশানুরূপ ফল আনতে পারেনি। এর মধ্যে ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া দুই সিনেমা নিয়েও দর্শকদের সে রকম কোনো আগ্রহ নেই।
সিনেমা হিট না হলে প্রযোজকরা নিরাশ হয়ে পড়েন। লগ্নিকৃত অর্থ ফেরত না পেলে, নতুন সিনেমায় লগ্নি করার সাহস পান না। আর তাতে কমে যায় সিনেমা নির্মাণ। এর ফলে ক্ষতির সম্মুখীন দেশি সিনেমা। সংশ্লিষ্টরা বলছেন, বাংলা সিনেমার প্রতি দর্শকের আগ্রহ কমেছে। এখন সুস্থ ধারার বাণিজ্যিক সিনেমা নির্মাণের সংখ্যা আরও বাড়াতে হবে। মৌলিক গল্পের সিনেমার পাশাপাশি সংগীত, অভিনয় ও পরিচালনার দিকেও মনোযোগী হতে হবে। এ শিল্পকে বাঁচাতে হলে এখন মানহীন সিনেমা মুক্তির বিষয়েও কড়া নজর রাখতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- ট্যাগ:
- বিনোদন
- সিনেমা
- সিনেমা
- বাংলাদেশি সিনেমা