![](https://media.priyo.com/img/500x/https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/13/2365-67ad612ddce87.jpg)
শনিবার সব ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে না হামাস
যুগান্তর
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪০
হামাস আগে থেকে নির্ধারিত জিম্মি চুক্তির সময়সূচি বাস্তবায়নে ‘প্রতিশ্রুত’ রয়েছে বলে জানিয়েছেন সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীর সিনিয়র মুখপাত্র সামি আবু জুহরি।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আলজাজিরার সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। খবর জেরুজালেম পোস্টের।
আবু জুহরি বলেন, হামাস প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে পূর্ববর্তী চুক্তি অনুযায়ী জিম্মি মুক্তির সময়সূচি বাস্তবায়ন করতে। তবে শনিবারে তারা সব ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে না।
আবু জুহরির এই মন্তব্য সম্ভবত হামাসের যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার সম্ভাবনা নিয়ে আলজাজিরার কাছে দেওয়া একটি বড় বক্তব্যের অংশ ছিল।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- জিম্মি
- হামাস