![](https://media.priyo.com/img/500x/https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/13/1739417676-ae52b9cceddd5c49c03bfa1c416b2c76.jpg)
বিদেশি ঋণের দায় শোধের চাপ, ডলার বাজার অস্থির হতে পারে ফের
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৪
ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের ১০৪ বিলিয়ন ডলার বিদেশি ঋণের বোঝা এখন অন্তর্বর্তী সরকারের ঘাড়ে। বিপুল অঙ্কের ঋণের দায় শোধ করতে হিমশিম খাচ্ছে সরকার। দায় শোধে অনেক ব্যাংকও সমস্যা মোকাবেলা করছে। ওই সব ব্যাংককে অন্য ব্যাংক থেকে ডলার ধার করতে হচ্ছে।
তথ্য বলছে, সরকারি-বেসরকারি মিলিয়ে ২০২৪-২৫ অর্থবছরে বিদেশি ঋণের দায় শোধে মোট সাড়ে ২৪ বিলিয়ন ডলার প্রয়োজন। অর্থবছরের প্রথম ছয় মাসে ১১.৭ বিলিয়ন ডলার শোধ করা হয়েছে। তবে সামনে আরো ১২.৭২ বিলিয়ন ডলার শোধ করতে হবে। অর্থনৈতিক সংকটের এই সময় দায় শোধের জন্য প্রয়োজনীয় ডলারের জোগান পাওয়া কঠিন হতে পারে বলে মত সংশ্লিষ্ট ব্যক্তিদের।