ভিডিও কল, স্ট্রিমিং ও অনলাইন মিটিংয়ের জন্য বেশ কাজের ওয়েবক্যাম। তবে গ্যাজেটটি সঠিকভাবে সুরক্ষিত করা না হলে হ্যাক হওয়ার মাধ্যমে গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি তৈরি হতে পারে। সাইবার অপরাধীরা বা অননুমোদিত ব্যবহারকারীরা ওয়েবক্যামের অ্যাকসেস নিয়ে নজরদারি চালাতে পারে। তবে কিছু সতর্কতা অবলম্বন করলে এসব ঝুঁকি এড়ানো সম্ভব। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মেকইউজঅবের প্রতিবেদনে ওয়েবক্যামের প্রাইভেসি-সংক্রান্ত কয়েকটি টিপস দেয়া হয়েছে
ওয়েবক্যামে কাভারের ব্যবহার
২০১৬ সালে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, মেটা প্লাটফর্মস ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ ও সাবেক এফবিআই পরিচালক জেমস কমি গোপনীয়তা রক্ষার জন্য তাদের ল্যাপটপের ওয়েবক্যাম ঢেকে রাখেন। কমি জানান, তিনি এটি করতে শুরু করেন, কারণ তিনি তার চেয়েও স্মার্ট একজনকে ক্যামেরায় টেপ লাগিয়ে রাখতে দেখেছিলেন। কোনো কারণে কম্পিউটারের অ্যাকসেস হ্যাকারদের হাতে চলে গেলেও ওয়েবক্যাম ঢাকা থাকলে লাইভ ভিডিও ধারণ করতে পারবে না তারা। এ একটি কাজের মাধ্যমে অনেক বিব্রতকর পরিস্থিতির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। ওয়েবক্যামে কাভার না থাকলে অস্বচ্ছ টেপ ব্যবহার করা যেতে পারে।