![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2025February/baitul-mokarram-20250213090349.jpg)
শবে বরাতে করণীয় ও বর্জনীয়
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৮
লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত, লাইলাতুল বারাআত বা মুক্তি ও সৌভাগ্যেরজনী হিসেবে পরিচিত শাবান মাসের ১৪ তারিখের দিবাগত রাত। এ রাতে আল্লাহ তায়ালা বান্দাকে ক্ষমা করেন। আল্লাহর কাছে কোনো কিছু চাইলে তিনি দান করেন। এবং মৃতদেরকে ক্ষমা করেন।
হাদিস শরীফে এই রাত সম্পর্কে বর্ণিত হয়েছে—
উম্মুল মু’মিনিন হজরত আয়েশা রা. বলেছেন, একদিন গভীর রাত্রে রসুলুল্লাহ সা. নামাজ পড়ছিলেন। নামাজ পড়ার সময় তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে দীর্ঘ সেজদা করেন। এভাবে দীর্ঘ সেজদা করতে দেখে, হজরত আয়েশা রা. এর ধারণা হয়, রসুলাল্লাহ সা. হয়তো নামাজ পড়তে গিয়ে ইন্তেকাল করেছেন।
- ট্যাগ:
- লাইফ
- শবে বরাত
- পবিত্র শবে বরাত