দেশের ব্যবসা-বাণিজ্যে ভ্যাট–বৈষম্য রয়েছে। গুটিকয় ব্যবসায়ী ভ্যাট দিলেও অধিকাংশই দেন না। এ জন্য যাঁরা ভ্যাট দিচ্ছেন, তাঁদের প্রতিযোগিতা সক্ষমতা কমছে। নতুন করে ভ্যাট বাড়ানোয় এই ব্যবসায়ীরাই বেশি চাপে পড়ছেন। আর যেসব ব্যবসায়ী ভ্যাট দিচ্ছেন না, তাঁদের ধারেকাছেও যেতে পারছে না সরকার। তাই ভ্যাট–বৈষম্যের অবসান হওয়া দরকার।
‘ভোক্তার কাঁধে বাড়তি করের বোঝা: উত্তরণে করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় ব্যবসায়ীরা এ কথাগুলো বলেন। নিউজ পোর্টাল জাগোনিউজ ২৪ ডটকম আয়োজনে এই গোলটেবিল গতকাল বুধবার রাজধানীর গুলশানের এমসিসিআই সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্নয়ন গবেষণাপ্রতিষ্ঠান (বিআইডিএস) সাবেক মহাপরিচালক মুস্তফা কে মুজেরী, অর্থনীতিবিদ এম এম আকাশ, নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।