![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/mm-20250212211858.jpg)
অল্প কিছু নীতি পরিবর্তন করে সরকার চলে গেলে ভালো
অল্প কিন্তু ভালো নীতির পরিবর্তন করে ভোট দিয়ে অন্তর্বর্তী সরকার চলে গেলে বাংলাদেশ উপকৃত হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক এম এম আকাশ।
তিনি বলেন, ‘ফিউআর বাট বেটার’ এই নীতিতে অন্তর্বর্তী সরকার চলুক। অল্প কিছু যেগুলো সে পারবে এবং যেগুলো বিয়ন্ড ডাউট মানে পাইলট এক্সারসাইজ করে দেখা যাচ্ছে যেটার উদ্দেশ্য পূরণ করে। এবং কার্যকরভাবে করে। এরকম কয়েকটা পলিসি পরিবর্তন করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে চলে গেলে বাংলাদেশের উপকার হবে। অন্যথায় তারা সমস্যায় পড়বে।
রাজস্ব আদায় ও মূল্যস্ফীতি ছাড়া আরও তিনটি চ্যালেঞ্জ আছে জানিয়ে আকাশ বলেন, যার মধ্যে রয়েছে ব্যাংকগুলোতে লিকুইডিটির ক্রাইসিস বা ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস। এটা সমাধান না করে বাকিগুলো সমাধান করা যাবে না। চতুর্থ চ্যালেঞ্জ হচ্ছে বিনিয়োগ হচ্ছে না। দেশি-বিদেশি বিনিয়োগ আসছে না। পঞ্চম চ্যালেঞ্জ হচ্ছে এই চারটার কারণে কর্মসংস্থান ও দরিদ্রতা। এই পাঁচটি চ্যালেঞ্জ সমন্বিত করে অর্থনীতির সমস্যা দূর করতে হবে।