You have reached your daily news limit

Please log in to continue


স্বপ্নের হাতছানিতে মৃত্যুযাত্রা

আমাদের দেশে বারবার আন্দোলন হয়, সংগ্রাম হয়, এমনকি অভ্যুত্থানও হয়। পরিবর্তন আসে রাজনীতিতে, পাল্টে যায় বিধি-সংবিধান। কিন্তু বদলায় না কেবল দেশের সাধারণ মানুষের ভাগ্য। অধিক উপার্জনের আশায়, উন্নত জীবনের স্বপ্নে বিভোর মানুষ আগে যেমন কাজের সন্ধানে বিদেশে পাড়ি দিত, এখনও তেমনই দিচ্ছে। সময় বদলেছে, কিন্তু দালালদের প্রতারণা, অসহায় মানুষের সর্বস্বান্ত হওয়া কিংবা লাশ হয়ে ফিরে আসার করুণ চিত্র আজও রয়ে গেছে একই রকম।

অবৈধভাবে সমুদ্রপথে ও বিভিন্ন দেশের ঝুঁকিপূর্ণ সীমানা পাড়ি দিয়ে ইউরোপযাত্রার সময় অসংখ্য মানুষ জীবন হারাচ্ছেন, নিখোঁজও হচ্ছেন। সম্প্রতি তেমনি এক মর্মান্তিক ঘটনার শিকার হয়েছেন হতভাগ্য বেশ কয়েকজন বাংলাদেশি যুবক। লিবিয়া থেকে সমুদ্র পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন তারা। ভূমধ্যসাগরের উপকূল থেকে উদ্ধার করা হয়েছে তাদের নিথর দেহ।

কঠোর আইন, জীবনের ঝুঁকি, অনিশ্চয়তা এসব বিপত্তি জেনেও অনেক বাংলাদেশি তরুণ অত্যন্ত ঝুঁকি নিয়ে ইউরোপ ও আমেরিকার পথে পা বাড়াচ্ছেন। অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার অন্যতম একটি পথ লিবিয়া। এ পথে ইউরোপে যাওয়ার জন্য মূলত ব্যবহার করা হয় ছোট ছোট নৌকা। এসব নৌকায় ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী তোলা হয়। প্রতিবছর এ পথে যাত্রা করতে গিয়ে প্রাণ হারান অনেক অভিবাসনপ্রত্যাশী। এ জন্য এ কাজে দালালেরা চালু করেছেন ‘বডি কন্ট্রাক্ট’ চুক্তি। এই চুক্তির আওতায় যত দিন লাগুক, অভিবাসনপ্রত্যাশীকে ইতালি জীবিত পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিতে টাকা নেয় দালালচক্র। কিন্তু অনেকেই শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছতে পারে না। তার আগেই ডুবে মরে। আবার অনেকে সর্বস্বান্ত হয়ে দেশে ফিরে আসে।

প্রশ্ন হলো, আমাদের দেশের মানুষ সব সরকারের আমলে কেন অবৈধভাবে পাড়ি দিতে গিয়ে ভিনদেশের সাগরে ডুবে মরবে? সেকি কেবলই প্রলোভন? টাকা বানানোর নেশা? উন্নত জীবনের স্বপ্ন? নাকি দেশে কোনো কিছু করতে না পেরে ভিনদেশে কিছু একটা করার তাড়নায়? এ প্রশ্নগুলোর জবাব খোঁজা দরকার।

বাংলাদেশের শত শত তরুণ টাকা উপার্জনের স্বপ্নে বিভোর হয়ে অবৈধভাবে কেন ইউরোপ-আমেরিকা পাড়ি দেয়ার চেষ্টা করছে? ইউরোপ-আমেরিকা তো নয়, এ যেন এক ভয়ংকর মৃত্যুপথযাত্রা! গহিন অরণ্য, গভীর সমুদ্র, তপ্ত মরুভূমি পাড়ি দিয়ে ভয়ংকর স্বপ্নযাত্রায় পা রাখছে অনেক বেকার যুবক। ভয়ংকর এই স্বপ্নযাত্রায় সর্বস্ব বিক্রি করে দালালদের হাতে তুলে দিচ্ছে টাকা-পয়সাসহ পরিবারের শেষ সম্বল।

কেউ কেউ অবৈধ পথে স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে পারলেও অধিকাংশই হয় ভাগ্যাহত। অনেকের জায়গা হয় কনসেনট্রেশন ক্যাম্পে। বাকিদের কারও কারও সলিল সমাধি হয় নৌকাডুবিতে। কেউ প্রাণ হারায় অনাহারে অর্ধাহারে, নানা রোগ-শোকে। তারপরও জীবনবাজি রেখে মৃত্যুকে হাতে নিয়ে এক মরীচিকার পেছনে ছুটছে হাজার হাজার বাংলাদেশি তরুণ। তারা যেতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন উন্নত দেশে। তবে যে উন্নত জীবনের টানে তারা ধাবিত হয় ওইসব দেশ সম্পর্কে কোনো ধারণাই নেই বিদেশ-মোহে পেয়ে বসা এই তরুণদের। তারা যা শোনে তা সবই লোকমুখে এবং দালালদের কাছ থেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন