ভুল সময়ে ভুল সিদ্ধান্ত, পরিণতি ভালো হবে না

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৮

অন্তর্বর্তী সরকারের ছয় মাসে অর্থনীতিতে সফলতা নেই বললেই চলে। দেশের অর্থনীতি অনেকটাই স্থবির হয়ে গেছে। আমরা সফলতা আনতে পারিনি ফলে অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারেনি। বছরের মাঝপথে ভ্যাট-ট্যাক্স বাড়িয়ে ভুল সময়ে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিণতি আগামী দিনগুলোতে খুব একটা ভালো হবে বলে আমি মনে করি না।


বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর এমসিসিআই কনফারেন্স হলে জাগোনিউজ আয়োজিত ‘ভোক্তার কাঁধে বাড়তি করের বোঝা: উত্তরণে করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় একথা বলেন ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) নির্বাহী পরিচালক ড. মুস্তফা কে মুজেরী।


বাড়তি ভ্যাট-ট্যাক্স প্রসঙ্গে মুস্তফা কে মুজেরী বলেন, মূল্যস্ফীতি কমানোর জন্য সরকার কয়েকটি পদক্ষেপ নিয়েছে যা কাজে লাগেনি। সুদের হার বাড়ানো হয়েছে তারপরও মূল্যস্ফীতি কমেনি। ভ্যাট বাড়ানোর প্রয়োজনীয়তা অনূভূত হচ্ছে আইএমএফ ঋণের শর্তের কারণে। আইএমএফের শর্ত ছিল এ কারণেই ভ্যাট বাড়ানো হয়েছে। তাদের প্রেসক্রিপশন আমাদের দেশের প্রেক্ষাপটে কখনো কাজ করেনি, এবারও করবে না।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও