![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bangla/imgAll/2025February/baidu-reuters-120225-01-1739355007.jpg)
এ বছরই নতুন প্রজন্মের এআই মডেল বাজারে আনছে বাইদু?
২০২৫ সালের দ্বিতীয়ার্ধে নিজেদের নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের আপডেটেড সংস্করণ বাজারে চালু করতে যাচ্ছে চীনের সার্চ ইঞ্জিন বাইদু।
এ বিষয়টি সম্পর্কে জানেন এমন এক ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এর আগে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি প্রতিবেদনে লিখেছিল, ‘আর্নি ৫’ নামের বাইদু’র এ এআই মডেলটি মাল্টিমোডাল সক্ষমতা সম্পন্ন হবে, যা এটিকে টেক্সট, ভিডিও, ছবি ও অডিও’সহ বিভিন্ন ফরম্যাটের তথ্য প্রক্রিয়াকরণ ও তা রূপান্তরে সহায়তা করবে।
চীনের এআই খাতে তীব্র প্রতিযোগিতার মধ্যে, বিশেষ করে ডিপসিক নিয়ে চলা উত্তেজনার মধ্যেই, বাইদুর নিজস্ব এআই মডেল বাজার আনার পরিকল্পনা এলো বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
কম খরচে ওপেনএআইয়ের এআই মডেল জিপিটি সক্ষমতার সঙ্গে মেলে এমন একটি মডেল চালুর পর তুমুল আলোচনায় এখন ডিপসিক।
রয়টার্স লিখেছে, ২০২২ সালে চ্যাটজিপিটি বাজারে আসার পর চীনে এআই দৌড়ে প্রথম উদ্যোগীদের মধ্যে ছিল বাইদু। এরপরও নিজেদের এআই মডেল ‘আর্নি’র জন্য জনপ্রিয়তা পেতে লড়াই করছে চীনা সার্চ ইঞ্জিনটি।