![](https://media.priyo.com/img/500x/https://media.prothomalo.com/prothomalo-bangla%2F2025-02-12%2Fr7ewbt6a%2Fpexels-ketut-subiyanto-4473611.jpg?w=622&auto=format%2Ccompress&fmt=avif)
জেন-জিরা এখন মা–বাবা, অভিভাবক হিসেবে তাঁরা কেমন
মা-বাবার সঙ্গে সবার খুনসুটি, অভিমান হয়েই থাকে। কখনো খানিকটা কঠোর হয়েই তাঁরা শাসন করেন। তখন মুখ ভার করে বসে থাকে সন্তান। ভেবে দেখুন তো, এ রকম সময় আনমনে ঠিক কতবার বলেছেন, ‘আমি তাঁদের মতো হব না। অনেক ভালো প্যারেন্টিং করব।’ মজার ব্যাপার হলো আপনার সন্তানও আপনাকে নিয়ে এমনটাই ভাববে এবং এর সম্ভাবনাই বেশি।
প্রতিটি প্রজন্মের মা–বাবাই আগের প্রজন্ম থেকে ভালো মা–বাবা হয়ে উঠতে চায়। ভুল শুধরে হাঁটতে চায় আদর্শ প্যারেন্টিংয়ের রাস্তায়। তবে অধিকাংশই সেই অদৃশ্য ‘পরিপূর্ণতা’ খুঁজতে গিয়ে হিমশিম খায়। কীভাবে তাদের প্যারেন্টিং নিজের প্রজন্মের কাছে মৌলিক ও আলাদা হবে, সেটা নিয়েই যত চিন্তা।
কানাডার ইয়র্কভিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, থেরাপিস্ট ও লেখক অ্যামেলিয়া কেলি বলেন, ‘প্রত্যেক প্রজন্মের কিছু সেরা দিক থাকে। সেসব গ্রহণ করে নিজের পছন্দের স্টাইলের সঙ্গে মানিয়ে নিলে তা অত্যন্ত কার্যকর হতে পারে।’ তাঁর মতে, নিজের প্রজন্মের সব বৈশিষ্ট্য অনুসরণ করতে হবে, বিষয়টা এমন নয়। এটা বোঝা জরুরি।
তবে এ কথা সত্য, সবার জীবনে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা ঘটে। এসব তাদের অভিভাবকত্বের ধরনে প্রভাব ফেলে। ফলে দশকে দশকে সন্তান পালনের ধরনে পরিবর্তন ঘটে।
- ট্যাগ:
- লাইফ
- প্যারেন্টিং
- জেন-জি