![](https://media.priyo.com/img/500x/https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2025/02/12/afp_20250211_36xm279_v2_preview_uspoliticstrumpmusk.jpg)
যে কারণে হোয়াইট হাউসে ঢুকতে পারলেন না এপির সাংবাদিক
বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) সাংবাদিককে হোয়াইট হাউসের ওভাল অফিসের একটি অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে দেওয়া হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ মেনে সংস্থাটি তাদের সব লেখায় মেক্সিকো উপসাগরের নাম বদলে 'গালফ অব আমেরিকা' না করাতেই এই বিপত্তি।
আজ বুধবার এপির এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে।
ওই ভুক্তভোগী সাংবাদিকের নাম প্রকাশ করেনি এপি। তিনি মঙ্গলবার বিকেলে যথারীতি হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে প্রবেশ করার চেষ্টা করলে তাকে বাধা দেওয়া হয় এবং জানানো হয়, তিনি হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবেন না। পরবর্তীতে, সন্ধ্যার সময় হোয়াইট হাউসের কূটনীতিক কক্ষে অপর এক অনুষ্ঠানেও এপির অপর এক সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি।