সিরিয়ায় নতুন সরকার গঠন আগামী মাসে

ঢাকা পোষ্ট সিরিয়া প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৩

আগামী মার্চ মাসে সিরিয়ায় নতুুন সরকার গঠন করা হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি। বুধবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ফাঁকে এক বৈঠকে এই তথ্য জানিয়েছেন তিনি।


গত ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে অন্তর্বর্তী সরকারের অধীনে দেশটি পরিচালিত হচ্ছে। আমিরাতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নেওয়া সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আগামী ১ মার্চ যে সরকার চালু করা হবে সেখানে জনগণের প্রতিনিধিত্ব থাকবে এবং দেশের বৈচিত্র্যকে বিবেচনায় নেওয়া হবে।


আসাদকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল সিরিয়ার সশস্ত্র ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির-আল শাম (এইচটিএস)। গত ডিসেম্বরে এই গোষ্ঠী নেতৃত্বাধীন বিদ্রোহীদের তুমুল আন্দোলনের মুখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও