You have reached your daily news limit

Please log in to continue


সিরিয়ায় নতুন সরকার গঠন আগামী মাসে

আগামী মার্চ মাসে সিরিয়ায় নতুুন সরকার গঠন করা হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি। বুধবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ফাঁকে এক বৈঠকে এই তথ্য জানিয়েছেন তিনি।

গত ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে অন্তর্বর্তী সরকারের অধীনে দেশটি পরিচালিত হচ্ছে। আমিরাতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নেওয়া সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আগামী ১ মার্চ যে সরকার চালু করা হবে সেখানে জনগণের প্রতিনিধিত্ব থাকবে এবং দেশের বৈচিত্র্যকে বিবেচনায় নেওয়া হবে।

আসাদকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল সিরিয়ার সশস্ত্র ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির-আল শাম (এইচটিএস)। গত ডিসেম্বরে এই গোষ্ঠী নেতৃত্বাধীন বিদ্রোহীদের তুমুল আন্দোলনের মুখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন