![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2025February/malaika-arjun-dp-20250212182824.jpg)
‘মালাইকা’ বলে ডাক দিতেই রেগে আগুন অর্জুন
অর্জুন কাপূর ও মালাইকা আরোরা জুটির বিচ্ছেদ হয়েছে। কিন্তু দুজনের অতীত যেন বারবার ফিরে আসছে। যেকোনো অনুষ্ঠান থেকে ভক্তদের সামনে হাজির হলেই প্রাক্তন প্রেমিক-প্রেমিকাকে তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।
শুধু তাই নয়, অর্জুন কিংবা মালাইকাকে দেখলেই ভক্তরা তাদের প্রাক্তনের নাম ধরে ডাকতে দেখা যাচ্ছে। এবার তেমনই এক ঘটনায় ক্ষেপে গেলেন অভিনেতা।
সম্প্রতি মুম্বাইয়ে নতুন ছবি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’-র প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্জুন। সেখানে তার সঙ্গেই ছিলেন ছবির দুই অভিনেত্রী ভূমি পেডনেকর এবং রকুল প্রীত সিংহ।
তারকাদের দেখার জন্য মঞ্চের নীচেই জড়ো হয়েছিলেন একদল অনুরাগী। হঠাৎই অর্জুনের উদ্দেশে এক ভক্ত মালাইকার নাম ধরে চিৎকার করেন। পরিস্থিতি সামাল দিতে ভূমি এবং রকুলের মুখে তখন হাসির ঝিলিক।
কিন্তু অর্জুন ওই অনুরাগীকে কোনও পাল্টা উত্তর দেননি। বরং তিনি তার দিকে রক্তচক্ষুতে তাকিয়ে ছিলেন।