![](https://media.priyo.com/img/500x/https://media.prothomalo.com/prothomalo%2Fimport%2Fmedia%2F2019%2F05%2F06%2F70013a009a5d5444c1e1d33d7a1ec003-5cd033011d8aa.jpg?rect=89%2C0%2C1350%2C900&w=622&auto=format%2Ccompress&fmt=avif)
রবির পর্ষদ সভা আগামী সোমবার
প্রথম আলো
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৮
১৭ ফেব্রুয়ারি টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য বিষয়ের সঙ্গে গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী নিয়ে আলোচনা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দেওয়া ঘোষণায় এ তথ্য জানা গেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় গত ডিসেম্বরে সমাপ্ত আর্থিক বছরের হিসাব চূড়ান্ত করার পাশাপাশি লভ্যাংশের সিদ্ধান্ত হবে বলে ধারণা করা হচ্ছে।
গত বছর রেকর্ড আয় করেছে টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটা। সেবার কোম্পানিটি ৯ হাজার ৯৪২ কোটি টাকা আয় করেছে, রবির ইতিহাসে এক বছরে যা সর্বোচ্চ। রেকর্ড আয় করায় গত বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- পর্ষদ সভা