এক নীতি নিয়ে দুই মন্ত্রণালয়ের টানাটানি!

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৩

নগর বা নগরায়ণ নিয়ে নীতি করছে স্থানীয় সরকার বিভাগ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। দুটি মন্ত্রণালয় নীতির খসড়াও করেছে। দুটি মন্ত্রণালয়ই দাবি করছে, এ নীতি করার দায়িত্ব তাদের। স্থানীয় সরকার বিভাগের করা নীতির কাজগুলো অ্যালোকেশন অব বিজনেস (মন্ত্রণালয়/বিভাগগুলোর কার্যাবলী) অনুযায়ী তাদের এখতিয়ারাধীন বলে চিঠি দিয়ে জানিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়।


অন্যদিকে স্থানীয় সরকার বিভাগ বলছে, এ ধরনের নীতিমালা করা তাদের এখতিয়ার। এ বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে জানানো হবে।


দুই মন্ত্রণালয়ের টানাটানিতে বহুল প্রতীক্ষিত এ নীতিটি অনিশ্চয়তায় পড়তে যাচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও