![](https://media.priyo.com/img/500x/https://cdn.deshrupantor.net/contents/cache/images/900x505x1/uploads/media/2025/02/11/d06897b2cfaca2c59bf4e9d7cef86cd8-67ab85a81a75d.jpg?jadewits_media_id=95214)
২০২৪ সালে বেশি বিক্রীত ফোন আইফোন ১৫
দেশ রূপান্তর
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৯
স্মার্টফোনের প্রতিষ্ঠানগুলো প্রতি মাসে কিছু না কিছু নতুন চমক নিয়ে বাজারে হাজির হয়। পুরনোকে পেছনে ফেলে নতুন নতুন ফিচার যোগ হয়। ২০২৪ সালে সেরা ফোনের তালিকা প্রকাশিত হয়েছে। গত বছরে সব থেকে বেশি যে ফোনটি কিনেছেন ক্রেতারা তা হলো আইফোন ১৫। অর্থাৎ আবারও কর্তৃত্ব ধরে রেখেছে অ্যাপল।
২০২৪ সালে রচযড়হব ১৬ সিরিজ লঞ্চ হলেও, গোটা বছরে বাজার কাঁপিয়েছে আইফোন ১৫। এই ফোন ২০২৩ সালে অফিসিয়ালি লঞ্চ হয়। এটির কেনার জন্য কার্যত জনসমুদ্র নেমেছিল দুবাই, সিঙ্গাপুর, দিল্লি ও মুম্বইয়ের অ্যাপল স্টোরের বাইরে। অনলাইন ও অফলাইনে সব থেকে বেশি বিক্রি হয়েছে এই মডেল, যার দরুন ২০২৪ সালের সেরা স্মার্টফোনের তকমা জিতে নিয়েছে রচযড়হব ১৫।