![](https://media.priyo.com/img/500x/https://media.prothomalo.com/prothomalo-bangla%2F2022-01%2F58b777b7-b12f-4409-9003-b6306d50ecd0%2FPOPI_VIDEO22_750x430.jpg?rect=43%2C0%2C645%2C430&w=622&auto=format%2Ccompress&fmt=avif)
বছরের পর বছর ‘নিখোঁজ’ পপির খবর মিলেছে জিডি সূত্রে
প্রথম আলো
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১০
হঠাৎ করেই চলচ্চিত্র অঙ্গন থেকে সরে যান তিনি। বছরের পর বছর তাঁকে পাওয়া যায়নি এফডিসিতে, দেখা যায়নি চলচ্চিত্র অঙ্গনের কোনো আয়োজনে। এমনকি শিল্পী সমিতির নির্বাচনেও অনুপস্থিত ছিলেন। সহকর্মী, সহশিল্পীদের ভাষ্যে পপি ‘নিখোঁজ’। ফোনেও পাওয়া যায় না তাঁকে। পুরোপুরি চলচ্চিত্র অঙ্গন থেকে দূরে ছিলেন। এমনকি তাঁর বাবার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানাতেন, মেয়ে কোথায় আছে, তা তাঁরা জানেন না।