![](https://media.priyo.com/img/500x/https://images.ajkerpatrika.com/original_images/bdsk-mdrr-rjrbh.jpg)
বড় বাজেট মানে বেশি বেশি কর
এ মাস গেলেই পবিত্র রমজান মাস। দীর্ঘ এক মাস সংযমের পর আসবে পবিত্র ঈদ। তখনই আবার উঠবে বোরো, যা এখন আমাদের প্রধান ফসল। অর্থাৎ আগামী দুই-তিন মাস আমাদের অর্থনীতির জন্য ব্যস্ত সময়। গুরুত্বপূর্ণও বটে। এর আরেক কারণ, এই সময়টা আবার ২০২৪-২৫ অর্থবছরের শেষ ত্রৈমাসিক। এখন বেচাকেনায় মন্দা চলছে। আবাসনশিল্পে চলছে মন্দা। মূল্যস্ফীতি যথারীতি চলমান। বাজারে ‘ক্যাশের’ অভাব আছে।
এর মধ্যে সবার আশা—হয়তো এবার ঈদের বাজার জমবে। তখন কৃষকের হাতে ধান বিক্রির টাকা থাকবে। হাতে আবার থাকবে পাট। সেটা দেবে নগদ টাকা। প্রবাসীরাও ভালো পরিমাণ টাকা পাঠাবে বলে আশা করা যায়। এরই মধ্যে আবার চলছে বিশাল বইমেলা। বেশ কেনাবেচা। এর আগে গেছে ‘হাতে হাতে’ বই উৎসব। প্রতিবছর জানুয়ারিতে সরকার কোটি কোটি টাকার বই দেয় ছাত্রছাত্রীদের বিনা মূল্যে। এ উপলক্ষে জমে উঠেছিল বাংলাবাজারসহ প্রকাশনা স্থলগুলো। প্রিন্টার, পাবলিশার, কম্পিউটার, বাঁধাই কারখানা—সব জমে উঠেছিল।
- ট্যাগ:
- মতামত
- বাজেট প্রস্তাবনা
- বাজেট