You have reached your daily news limit

Please log in to continue


সংবাদের সঠিক সারসংক্ষেপ করতে পারে না এআই

ভুলভাবে সংবাদের সারসংক্ষেপ তৈরি করছে চারটি প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট– এমনই উঠে এসেছে বিবিসির এক গবেষণায়।

ওপেনএআইয়ের চ্যাটজিপিটি, মাইক্রোসফটের কোপাইলট, গুগলের জেমিনাই ও পারপ্লেক্সিটি’র এআইয়ের মতো চ্যাটবটকে সংবাদ সংশ্লিষ্ট কনটেন্ট দেওয়ার পর নিজেদের ওয়েবসাইট থেকে খবরটি সম্পর্কে প্রশ্ন করে বিবিসি।

এর জবাবে চ্যাটবট ‘ব্যাপকহারে ভুল তথ্য’ দেওয়ার পাশাপাশি তথ্য বিকৃতিও করেছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।

এক ব্লগ পোস্টে ‘বিবিসি নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স’-এর প্রধান নির্বাহী ডেবোরাহ টার্নেস বলেছেন, এআই ‘অফুরান সুযোগ’ এনে দিলেও এসব এআই টুল তৈরির বিভিন্ন কোম্পানি ‘আগুন নিয়ে খেলছে’।

“আমরা একটা কঠিন সময়ে বাস করছি এবং এআইয়ের মাধ্যমে তৈরি বিকৃত শিরোনামের বাস্তব বিশ্বের ক্ষতির কারণ হতে কত সময় লাগবে?” এমন প্রশ্ন করেন টার্নেস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন