You have reached your daily news limit

Please log in to continue


যে কারণে সাদা রঙ ছাড়া অন্য শাড়ি পরতেন না লতা-আশা

ভারতের সর্বসেরা দুই গায়িকা হলেন লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলে। শিল্পী জগতে একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করলেও ব্যক্তিগত জীবনে তাদের মধ্যে মিল ছিল দেখার মতো। 

আশা এবং লতা দুজনেই সঙ্গীতজগতের প্রতিষ্ঠিত শিল্পী, পাশাপাশি দুজনেই ছিলেন বোন। স্বাভাবিকভাবেই অর্থের কোনও অভাব ছিল না দুজনেরই। এত বৈভব থাকা সত্ত্বেও কেন দুই বোন সবসময় পরতেন সাদা শাড়ি?

অমৃতা রাও এবং আরজে আনামোলের পডকাস্টে কথা বলতে গিয়ে আশা ভোঁসলে নিজের এবং দিদির জীবন সম্পর্কে কিছু অজানা তথ্য শেয়ার করেন। 

যেখানে আশা বলেন, আমি এবং দিদি সবসময় সাদা শাড়ি পরতাম। আমাদের মনে হতো, আমাদের গায়ের রঙের সঙ্গে সাদা রঙ একেবারে উপযুক্ত, তাই সবসময় সাদা রঙকেই আমরা বেছে নিতাম।

আশা বলেন, পরবর্তী সময়ে আমি গোলাপি শাড়ি পরতে শুরু করেছিলাম। দিদি কিন্তু কখনও অন্য রঙের শাড়ি পরেনি, কিন্তু আমি ধীরে ধীরে গোলাপি রঙের শাড়ি পরা শুরু করি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন