You have reached your daily news limit

Please log in to continue


জিম্মি মুক্তি না দিলে গাজায় যুদ্ধবিরতি বাতিল হওয়া উচিত: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস সব ইসরায়েলি জিম্মিকে শনিবার দুপুরের মধ্যে মুক্তি না দিলে গাজায় যুদ্ধবিরতি বাতিল করা উচিত ইসরায়েলের।

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে হামাস চুক্তির শর্তানুযায়ী ইসরায়েলি জিম্মি মুক্তি সোমবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার ঘোষণা দেওয়ার পর ট্রাম্প এই আলটিমেটাম দিলেন।

হামাসের পদক্ষেপকে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির পুরোপুরি লঙ্ঘন বলে অভিহিত করেছে। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি গত ১৯ জানুয়ারি কার্যকর হয়।

এর মধ্য দিয়ে গাজায় টানা ১৫ মাসের ইসরায়েলি হামলার অবসান হয়। যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে এরই মধ্যে কয়েকদফায় জিম্মি ও বন্দিবিনিময় করেছে হামাস ও ইসরায়েল।

এরপর হামাস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জিম্মি মুক্তি স্থগিত রাখার কথা ঘোষণা করার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গাজায় যে কোনও পরিস্থিতির জন্য সেনাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন