ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসায় সহযোগিতা চান সন্তান

সময় টিভি প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৫

জানা গেছে, গত অক্টোবর মাস থেকে হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন তিনি। এরইমধ্যে তাকে চারটি কেমোথেরাপি দেয়া হয়েছে। এখন পর্যন্ত তার চিকিৎসায় প্রায় ১০ লাখ টাকা খরচ হয়েছে। চিকিৎসার এ পর্যায়ে তার পরিবারের পক্ষে ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়েছে। এ জন্য সমাজের বিত্তবানদের কাছে আর্থিক অনুদান চেয়েছেন তার ছেলে।


মেহেদী বলেন, ‘এরইমধ্যে আমাদের সঞ্চয়ের পুরো অর্থ মায়ের চিকিৎসায় শেষ হয়ে গেছে এবং আমার উপার্জনে এ ব্যয়বহুল চিকিৎসা খরচ চালিয়ে নেয়া অসম্ভব হয়ে উঠেছে। এ অবস্থায় অনুদান গ্রহণ ছাড়া চিকিৎসা ব্যয় বহন করা অসম্ভব। তাই মায়ের চিকিৎসা চালিয়ে নেওয়ার জন্য সমাজের বিত্তশালীদের নিকট অনুদানের আবেদন করছি।’


আর্থিক সহযোগিতা পাঠানোর ঠিকানা-
মেহেদী হাসান 01684888365 (বিকাশ/নগদ ব্যক্তিগত)
ব্যাংক হিসাবের নাম: MST MONJUARA BEGUM, হিসাব নম্বর: 2204320484001, রাউটিং নম্বর: 225272684, সুইফট কোড: CIBLBDDH, সিটি ব্যাংক, ব্রাঞ্চ: গুলশান

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও