![](https://media.priyo.com/img/500x/https://cdn.deshrupantor.net/contents/cache/images/900x505x1/uploads/media/2025/02/11/0bd22b7f29b05cab451c7709332fe493-67aaed671e9dd.jpg?jadewits_media_id=95077)
বিশ্বে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৪তম বাংলাদেশ
দেশ রূপান্তর
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৭
বিশ্বের ১৮০টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম। বাংলাদেশের স্কোর ২৩, যা গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন।
বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৪-এ এ তথ্য জানানো হয়।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ড. মো ইফেতারুজ্জামান এসব তথ্য জানান।