ভারতের কলকাতা শহরের পার্ক সার্কাসের এক রেস্টুরেন্টে অভিনব পদ্ধতিতে চুরির ঘটনা ঘটেছে। কিআর কোডের মাধ্যমে প্রতারণার করে ১ লাখ টাকা আত্মসাত করেছে রেস্টুরেন্টের দুই কর্মী।
এ ঘটনায় অভিযুক্ত ক্যাশিয়ার ও এক পরিচারককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন প্রসেনজিৎ মাইতি (পরিচারক) ও শেখ গোলাম নবি আজাদ (ক্যাশিয়ার)।
কয়েক মাস আগেই প্রসেনজিৎ এই রেস্টুরেন্টে কাজ শুরু করেছিল। আর গোলাম নবি দীর্ঘদিন ধরে ক্যাশিয়ার পদে কর্মরত ছিল।