![](https://media.priyo.com/img/500x/https://images.ajkerpatrika.com/original_images/bitcoin_FZ3st5z.jpg)
৭৪ কোটি ১০ লাখ ডলারের বিটকয়েন খুঁজতে পুরো ভাগাড় কিনছেন এক ব্রিটিশ
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৩
নিজের প্রেমিকার ভুলের কারণে ৭৪ কোটি ১০ লাখ ডলারের বিটকয়েন সংবলিত হার্ডড্রাইভ ভাগাড়ে হারানোর দাবি করছেন যুক্তরাজ্যের এক ব্যক্তি। তবে হারানো হার্ডড্রাইভটি এই ভাগাড়ে খোঁজার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এখন, সেই হারানো বিটকয়েনের ‘কি’ ফিরে পেতে নিউপোর্ট কাউন্সিল পরিচালিত ভাগাড়টি কেনার পরিকল্পনা করছেন তিনি।
দক্ষিণ ওয়েলসের নিউপোর্ট শহরের বাসিন্দা জেমস হাওয়েলস। তিনি দাবি করেছেন, ২০১৩ সালে ভুল করে বিটকয়েন সংবলিত হার্ডড্রাইভটি কাউন্সিলের আবর্জনার স্তূপে ফেলে দেন তাঁর প্রাক্তন প্রেমিকা। তাঁর মতে, বর্তমানে এই বিটকয়েনগুলোর মূল্য ৬০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি।
উল্লেখ্য, বর্তমানে এক বিটকয়েনের মূল্য প্রায় ৯৮ হাজার ১৬১ ডলার।
- ট্যাগ:
- জটিল
- বিটকয়েন
- ভাইরাল
- ভাইরাল ভিডিও
- ফেসবুক ভাইরাল