![](https://media.priyo.com/img/500x/https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/11/Untitled-1-67aae33b43ebd.jpg)
কার লাস্যময়ী রূপ দেখে নিজেকে সামলাতে পারতেন না গোবিন্দ?
যুগান্তর
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০১
বলিউড অভিনেতা গোবিন্দ ও সুনীতা আহুজার প্রায় ৩৭ বছরের দাম্পত্য। বর্তমানে এ দাম্পত্যের সমীকরণ নিয়েও কথা বলেছেন স্ত্রী সুনীতা।
অভিনেতার স্ত্রী জানিয়েছেন, এখন তিনি এবং গোবিন্দ আলাদা থাকেন। সন্তানদের নিয়ে থাকেন সুনীতা। সেই বাড়ির বিপরীতে একটি বাংলোতে একা থাকেন গোবিন্দ। প্রতিদিনের কাজ সেরে বাড়ি ফিরে অভিনেতা না কি বন্ধুদের সঙ্গে আড্ডায় ব্যস্ত থাকেন।
যদিও একসময় এই স্ত্রীকে লুকিয়ে রেখেছিলেন গোবিন্দ। খ্যাতি হারানোর ভয়ে লুকিয়ে রাখতে তিনি। আবার সেই সময় স্বামীকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেন সুনীতা আহুজা। যদি কোনো অভিনেত্রীর প্রেমে পড়েন নায়ক?