
মেয়ের মুসলিম নাম রাখার কারণ জানালেন সুদীপ্তা
যুগান্তর
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৮
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। কেরিয়ারের গোড়াতেই জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। ইন্ডাস্ট্রিতে আড়াই দশক পার করে ফেলেছেন তিনি। ১১ বছর আগে ‘উড়নচণ্ডী’ পরিচালক অভিষেক সাহার সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করে সুদীপ্তা। তাদের একমাত্র কন্যা শাহিদা নীরা।
২০১৫ সালের নভেম্বরে কন্যা সন্তানের জন্ম দেন সুদীপ্তা। মেয়ের নাম প্রকাশ্যে আসবার পর থেকেই নানান কটাক্ষ শুনতে হয়েছিল সুদীপ্তাকে। কারণ অভিনেত্রীর মেয়ের নাম শাহিদা। নামের সঙ্গে পদবী নেই। বরং মেয়ের পুরো নাম শাহিদা নীরা।
কেউ বলেছেন, তোমার মেয়ে বিদেশে যেতে পারবে না।
কেউ বলেছেন, যখন বড় হবে তখন দেশের অবস্থা আরও খারাপ হবে কেন ওর মুসলিম নাম রেখেছো?