![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/bank-20250211091808.jpg)
সুদহার অপরিবর্তিত রাখায় ব্যবসায়ী-অর্থনীতিবিদদের মিশ্র প্রতিক্রিয়া
চলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন,২০২৫) মুদ্রানীতি (‘মনিটারি পলিসি স্টেটমেন্ট’-এমপিএস) ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এবারের মুদ্রানীতির মাধ্যমে ব্যবসায়ীক বিনিয়োগ বৃদ্ধির আশা নেই গভর্নরের। তার মতে, গত ২০২৪ ও চলতি ২০২৫ সাল বিনিয়োগ বৃদ্ধির বছর নয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসলে চলতি বছরের জুন শেষে ব্যাংক ঋণের নীতি সুদহার কমানো শুরু হবে।
তবে নীতি সুদহার ১০ শতাংশ বহাল রাখা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের মাঝে। সুদহার বৃদ্ধির সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, দীর্ঘমেয়াদে সংকোচনমূলক অবস্থান এবং উচ্চ নীতি সুদহার বেসরকারি খাতে প্রবৃদ্ধি ব্যাহত করবে। তবে দ্বিমত পোষণ করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, এই মুহূর্তে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই মূল চ্যালেঞ্চ। এ অবস্থায় সুদহার কমানো হলে আগুনে ঘি ঢেলে দেওয়ার উপক্রম হবে।