![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/sharuk-khan-20250211105016.jpg)
কার মতো হয়েছে শাহরুখের সন্তানরা
বলিউড বাদশা শাহরুখ খানের শুধু অভিনয় দেখেই নয়, তার ব্যক্তিত্বেও মুগ্ধ ভক্ত-অনুরাগীরা। অনেকেই তাকে দেখে অনুপ্রাণিত। কেউ কেউ আবার জীবনের লক্ষ্যই ঠিক করেন, তার মতো হওয়ার জন্য। কিন্তু তার সন্তানেরা নাকি কেউ তার মতো হয়নি। এমনটি শাহরুখ নিজেই জানিয়েছিলেন।
গত বছর একটি অনুষ্ঠানে শাহরুখ জানিয়েছিলেন, আরিয়ান, সুহানা বা আব্রাম কেউই তার মতো হয়নি। তার স্বভাব কিংবা আচরণও পায়নি। আর সেই কারণে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ কিং খান। শাহরুখের মতে, তার তিন ছেলেমেয়েই মানুষ হিসেবে ভীষণ ভালো হয়েছে। কিন্তু তারা নাকি কোনোভাবেই শাহরুখের মতো হয়ে উঠতে পারেনি। শাহরুখ মনে করেন, তার সন্তনরা তার চেয়ে মানুষ হিসেবে অনেক ভালো।
এ প্রসঙ্গে শাহরুখ খান বলেছিলেন, ‘আমি সত্যিই ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ওরা খুবই ভালো সন্তান। মানুষ হিসেবে ওরা সত্যিই খুবই ভালো হয়েছে।’ তবে কন্যা সুহানা ও ছোট ছেলে আব্রামের সঙ্গে একটি মিল রয়েছে তার। শাহরুখ নিজেই জানিয়েছিলেন, তার মতোই সুহানা ও আব্রামের গালেও টোল পড়ে।