![](https://media.priyo.com/img/500x/https://media.prothomalo.com/prothomalo-bangla%2F2025-02-11%2F4412cihw%2FSharfuddoula-Ibne-Shahid-Saikat-2.jpg?rect=26%2C0%2C5447%2C3631&w=622&auto=format%2Ccompress&fmt=avif)
গ্রুপ পর্বে শরফুদ্দৌলার দুই ম্যাচ ও বাংলাদেশের ম্যাচে আম্পায়ার কারা
প্রথম আলো
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৩
চ্যাম্পিয়নস ট্রফির জন্য অপেক্ষা আর আট দিনের। আট বছর পর ফিরছে আট দলের এই ওয়ানডে টুর্নামেন্ট। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু সেই টুর্নামেন্টে কারা ম্যাচ পরিচালনা করবেন, সেটি আগেই জানিয়েছিল আইসিসি। কাল তারা চূড়ান্ত করেছে গ্রুপ পর্বে কোন ম্যাচে কারা থাকছেন ম্যাচ অফিশিয়াল হিসেবে সেটিও।
১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের চ্যাম্পিয়নস ট্রফির। সেই ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ। উদ্বোধনী ম্যাচটিতে তাঁর সঙ্গী ইংলিশ আম্পায়ার রিচার্ড কেটেলবরো। এই ম্যাচে জোয়েল উইলসন টিভি আম্পায়ার ও অ্যালেক্স ওয়ার্ফ চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। ম্যাচ রেফারি অ্যান্ড্রু পাইক্রফট।