![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/mostofa-kamal-20250211082426.jpg)
ডেভিল বধ হোক ইভিলমুক্ত
ছোট শয়তান-বড় শয়তান, বাছবিচার করা হবে না, যারা শয়তানী করবে, তারাই অপারেশন ডেভিল হান্টের জালে ধরা পড়বে; প্রকাশ্যে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন-শৃঙ্খলা বাহিনীর ভেতরের ডেভিল সদস্যদেরও ছাড় নেই, উল্লেখ করে জানিয়েছেন, অপারেশনের প্রথম দিনই পাঁচ পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। শয়তার ধরা মানে ডেভিল হান্ট অভিযানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনও বেশ আশাবাদী। বাজার সিন্ডিকেট সরকারের চেয়ে ক্ষমতাধর নয়, মন্তব্য করে তিনি বলেছেন, প্রয়োজনে অপারেশন ডেভিল হান্ট সিন্ডিকেট নিয়ন্ত্রণেও কাজ করবে।
বাজারে চলমান অস্থিরতা এক সপ্তাহের মধ্যে কমে আসবে বলে আশা বাণিজ্য উপদেষ্টার। দুর্নীতি দমন কমিশন-দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেনও বেশ আশা দেখছেন শয়তান বধ অ্যাকশনে। তিনি বলেছেন, দুর্নীতির অনেক আসামি বিদেশে। বড় অভিযুক্ত অনেকে পাশের দেশে আছে। তাদের ফিরিয়ে এনে কাঠগড়ায় দাঁড় করানো হবে। অপারেশন ডেভিল হান্ট থেকে দুদক সুফল পেতে পারে বলে অপেক্ষায় তিনি। গোপনে বা কোথাও ক্লোজ ডোরে নয়, রাজশাহী-খুলনা ও মুন্সিগঞ্জে ভিন্ন ভিন্ন আনুষ্ঠানিকতায় কথাগুলো বলেছেন তারা।