![](https://media.priyo.com/img/500x/https://images.ajkerpatrika.com/original_images/Nahid-BSS.jpg)
কোটা নয়, যোগ্যতার ভিত্তিতে জুলাই শহীদ পরিবারের একজন চাকরি পাবেন: নাহিদ ইসলাম
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৩
জুলাই শহীদ পরিবারের কর্মক্ষম একজন সদস্য যোগ্যতার বিচারে সরকারি, আধা সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি পাবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।
গতকাল সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা জানান উপদেষ্টা।
নাহিদ ইসলাম লিখেছেন, ‘জুলাই শহীদ পরিবারদের এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে। চাকরিতে এটা কোনো নতুন কোটা হিসেবে যুক্ত হবে না। পরিবারের কর্মক্ষম কোনো একজন ব্যক্তিকে একবারের জন্যই যোগ্যতার বিচারে সরকারি, আধা সরকারি অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটা বিবেচ্য হবে না।’
- ট্যাগ:
- বাংলাদেশ
- কোটা পদ্ধতি
- কোটা
- নাহিদ ইসলাম