![](https://media.priyo.com/img/500x/https://media.prothomalo.com/prothomalo-bangla%2F2025-02-10%2F3i8nmid8%2FPanchagarhDH08012025021020250209165452.jpg?rect=159%2C0%2C3375%2C2250&w=622&auto=format%2Ccompress&fmt=avif)
পঞ্চগড়ে শোভা ছড়াচ্ছে টিউলিপ, দেখতে মানুষের ভিড়
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়ার বিস্তীর্ণ এলাকায় ফুটেছে টিউলিপ ফুল। মাঘের শীতে বাগানজুড়ে ফুটে থাকা এসব বর্ণিল ফুল জানান দিচ্ছে বসন্তের আগমনের।
গতকাল রোববার বিকেলে দর্জিপাড়ার টিউলিপবাগানে গিয়ে দেখা যায়, সূর্যের আলো আর তাপ নিয়ন্ত্রণ করা বিশেষ ছাউনির নিচে সারি সারি টিউলিপ ফুল ফুটেছে। দর্শনার্থীদের কেউ ফুলগুলো ছুঁয়ে দেখছেন, কেউ ছবি তুলছেন, কেউ–বা মুঠোফোনে ভিডিও কলে দূরে থাকা স্বজনদের দেখাচ্ছেন টিউলিপের সৌন্দর্য। কেউ কেউ আবার ফুল কিনে ফিরছেন বাড়িতে।
টিউলিপবাগানে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে দর্শনার্থীদের ভিড়। দর্শনার্থীরা জনপ্রতি ৫০ টাকার টিকিট কেটে বাগানে ঢুকে উপভোগ করছেন টিউলিপের সৌন্দর্য।