![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bangla/imgAll/2024July/money-bank-note-180216-20-1717681709-1721186354.jpg)
সুদহার অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা
বছর কয়েক ধরে চড়তে থাকা মূল্যস্ফীতির মধ্যে গভর্নর আহসান এইচ মনসুর প্রথম যে মুদ্রানীতির ঘোষণা দিলেন, তাতে নীতি সুদহারে কোনো পরিবর্তন আসেনি।
২০২৫ সালের জানুয়ারি- জুন পর্যন্ত মুদ্রানীতিতে রেপো হার ১০ শতাংশই রেখেছে বাংলাদেশ ব্যাংক।
মূল্যস্ফীতির লাগাম টানতে গত এক বছর ধরে সুদের হার টানা বাড়িয়ে আসছিল কেন্দ্রীয় ব্যাংক। সেই ধারা থেকে বের হওয়ার চ্যালেঞ্জ নিয়ে সোমবার নিজের ‘আমলের’ প্রথম মুদ্রানীতি ঘোষণা দেন গভর্নর আহসান এইচ মনসুর।
মুদ্রানীতি পড়ে শোনান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান।
নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ দশমিক ৮ শতাংশ। আগের মুদ্রানীতিতেও লক্ষ্যমাত্রা একই ছিল।
সরকারি খাতে ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ দশমিক ৫০ শতাংশ, যা আগের মুদ্রানীতিতে ছিল ১৪ দশমিক ২ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, নতুন মুদ্রানীতি কার্যকর করা গেলে মূল্যস্ফীতি ৭ থেকে ৮ শতাংশের মধ্যে আটকে রাখা যাবে। আগের মুদ্রানীতিতেও মূল্যস্ফীতির ৬ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য ধরা হয়েছিল, যদিও বাস্তবে তা হয়েছে ১০ শতাংশের কাছাকাছি।