![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2025February/mongla-20250210083842.jpg)
মোংলা বন্দরে নিলামে তোলা ২৭ গাড়ির বিক্রয়াদেশ জারি
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪২
মোংলা বন্দরে নিলামে তোলা ৭২টি গাড়ির মধ্যে ২৭টির বিক্রয়াদেশ জারি করেছে মোংলা কাস্টমস হাউস। এছাড়া নিলামে তোলার পর সংশ্লিষ্ট আমদানিকারকরা বাকি ৪৫টি গাড়ি আদালতের রায়ে খালাস করেছেন।
গত ৬ ফেব্রুয়ারি ২৭টি গাড়ির বিক্রয়াদেশ জারি করে সংস্থাটি।
এদিকে, বিক্রয়াদেশ জারি হওয়া সর্বোচ্চ দাম উঠেছে ‘এস ইউ ভি প্রাডো’ মডেলের গাড়ি। এক কোটি ১৪ লাখ ৫৫ হাজার টাকা মূল্যে গাড়িটি নিলামে পায় চট্রগ্রামের ডিএমস লজিস্টিক নামে একটি কোম্পানি।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- নিলাম