মুসলিম ধর্মাবলম্বী হয়েও খাবারের তালিকায় গুরুর মাংস বাদ রেখেছেন বলে জানিয়েছেন ভারতের হিন্দি সিনেমার অভিনেতা সালমান খান।
তিনি বলেছেন, তার মা সুশীলা চরক হিন্দু ধর্মের মানুষ, আর হিন্দু ধর্মে গরুকে মাতৃরূপে পূজা করা হয়। তাই নিজের মা এবং হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে তিনি গরুর মাংস খান না।