![](https://media.priyo.com/img/500x/https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/10/1-(4)-67a9822b16bb7.jpg)
সিনেমা জগত ছেড়ে চলে যেতে চাই: মিষ্টি জান্নাত
যুগান্তর
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩২
ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত বেশ কিছু দিন ধরে নানা কারণে তুমুল আলোচনায় আছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিলেন ঢালি কিং খান শাকিব খানের হবু স্ত্রী হওয়া নিয়ে। তবে সেসব আলোচনা এখন অতীত। এ নিয়ে অভিনেত্রী চাইলে দুবাই শেখকেও বিয়ে করতে পারতেন বলে বলে জানান। তবে এখন তিনি নিজের কাজ নিয়েই ব্যস্ত।
মিষ্টি জান্নাতকে প্রায়ই দেশের বাইরে অবস্থান করতে দেখা যায়। কারণ তিনি অভিনেত্রী ছাড়াও একজন চিকিৎসক। আর তাই অভিনেত্রীর সবচেয়ে বেশি আসা-যাওয়া দুবাইতে। সেখানেই তিনি চিকিৎসক হিসেবে কর্মরত ছাড়াও নানান ব্যবসায় জড়িত। রয়েছে বড় কিছু প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারও। বলা যায়, ব্যবসায়িক কাজেই দুবাইতে এত যাতায়াত মিষ্টি জান্নাতের।