
ইটের জবাব পাটকেলে ছুঁড়েছেন রোহিত
যুগান্তর
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩০
রোহিত শর্মা কেন দলে—এমন প্রশ্নও উঠেছিল। ভারতের অধিনায়কের ব্যাট হাসছিল না, জাতীয় দলের পর ব্যর্থতা দীর্ঘায়িত হয়েছিল ঘরোয়া ক্রিকেটেও। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও কথা উঠেছিল, ‘তরুণদের জায়গা দখলে নিয়েছেন রোহিত!’ সব আলোচনা-সমালোচনার জবাব রোহিত দিয়েছেন ব্যাট হাতেই।
ইংলিশদের বিপক্ষে সিরিজ নিশ্চিতের ম্যাচে হিটম্যানের কাছে পাত্তা পায়নি কোনো বোলার। ১২ চার আর সাত ছক্কায় খেললেন দারুণ এক ইনিংস। ৯০ বলের সেই ১১৯ রান ঘুচিয়েছে ৪৮৭ দিন চলা ওয়ানডে সেঞ্চুরির খরা। একই সঙ্গে দিয়েছে কয়েকটি উত্তর। রোহিত তবে নির্বিকার, সংবাদ সম্মেলনে জানিয়েছেন, জিতে দারুণ খুশি। বাকি সব নিয়ে চিন্তিত নয়।