![](https://media.priyo.com/img/500x/https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/10/1739162800-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg)
হাঁচি শুরু হলে থামতেই চায় না?
কালের কণ্ঠ
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৫
নানা কারণে হাঁচি হতে পারে। প্রায় সময় দেখা যায়, অনেকের হাঁচি একবার শুরু হলে আর থামতেই চায় না। বেশিরভাগ সময় ঠাণ্ডা বা অ্যালার্জির কারণে এমনটা হয়। কখনো আবার ধুলাবালি থেকে।
তবে একটানা হাঁচি আসতে শুরু করলে তা যেমন বিরক্তিকর, তেমন অস্বস্তিকরও বটে।
হাঁচি আসলে একটি স্বাভাবিকক্রিয়া। নাকের মধ্যে কোনো ধরনের বাহ্যিক পদার্থ প্রবেশ করলে নাসিকাগহ্বরে থাকা স্নায়ুগুলো মস্তিষ্কে সংকেত পাঠায়। মস্তিষ্ক সেই সংকেত অনুযায়ী শ্বাস যন্ত্রের পেশীগুলোকে সংকুচিত করার নির্দেশ দেয়।