তলদেশে পলির ‘পাহাড়’, স্রোত হারিয়ে ধুঁকছে কাকরিয়া

ডেইলি স্টার প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৯

নদীর নাম কাকরিয়া। বছরের পর বছর ধরে পলি জমছে মেঘনার এই শাখানদীর তলদেশে। এতে নাব্যতা হারিয়ে প্রায় স্রোতহীন এ নদীটি যেন পরিণত হয়েছে 'মরা খালে'।


৯ কিলোমিটার দৈর্ঘ্যের কাকরিয়া বয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের ভেতর দিয়ে। দীর্ঘদিন ধরে নদীর দুই পাড়ের বাসিন্দারা যাতায়াতের পাশাপাশি মালামাল পরিবহন ও সেচকাজের জন্য এই নদীর নির্ভরশীল ছিলেন। সেইসঙ্গে নদীটি ছিল নানা প্রজাতির দেশি মাছের আধার।


কিন্তু সেই চিত্র আজ নেই।  


এমন পরিস্থিতিতে দ্রুত খননের মাধ্যমে নদীটির নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, এই নদীর পানি ছাড়া জেলার প্রধান ফসল বোরো আবাদ করা সম্ভব না।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও